মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্যে তিন দিনের সফরে অমিত শাহ

ভোপাল, ২৮ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তিনদিনের সফরে যাচ্ছেন। শনিবার তিনি মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তিনি জবলপুর, ছিন্দওয়ারা, ভোপাল, ছতারপুর, রেওয়া, শাহদোল, উজ্জাইন, ইন্দোর এবং গোয়ালিয়র জেলা পরিদর্শন করবেন বলেও দলের তরফে জানানো হয়েছে। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সভা, জনসমাবেশ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

অমিত শাহ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে নাগাদ জবলপুরের রানী দুর্গাবতী হাসপাতালের কাছে আদিবাসী শহীদ রাজা শঙ্কর শাহ এবং তাঁর ছেলে রঘুনাথ শাহকে শ্রদ্ধা জানাবেন। বিজেপির দেওয়া বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে, অমিত শাহ দুপুর দেড়টা নাগাদ ভারতীয় জনতা পার্টির জবলপুর বিভাগীয় কার্যালয়ে একটি সভায় ভাষণ দেবেন। বিকেল ৩টে ৪০ নাগাদ শাহ ছিন্দওয়ারা জেলার জুন্নারদেওতে একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর শাহের, বিজেপির ভোপাল এবং নর্মদাপুরম বিভাগের একটি সভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *