নতুন দিল্লি: ২৭ অক্টোবর : আগামী ২৮ অক্টোবর ২০২৩ দুপুর একটায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্তদের একান্ন হাজারেরও বেশী চাকুরীর নিয়োগ পত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নতুন নিয়োগকারীদের সম্বোধনও করবেন।
সারা ভারতে ৩৭ টি জায়গায় রোজগার মেলা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে এই নিয়োগগুলি হবে, পাশাপাশি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও এই উদ্যোগকে সমর্থন করেছে। সারা দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগ কারীরা রেল মন্ত্রণালয়, ডাক বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ এবং স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ সহ বিভিন্ন সরকারি মন্ত্রণালয়/ বিভাগে যোগদান করবেন।
ভারতবর্ষে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পথে আরও একটি পদক্ষেপ। রোজগার মেলা আরো বেশি কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটক হিসেবে কাজ করবে এবং তরুণদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্তরা আই-গোট (IGOT) কর্মযোগী পোর্টালের অনলাইন মডিউল কর্মযোগী প্রারম্ভ এর মাধ্যমে নিজেদের প্রশিক্ষণের সুযোগও পাচ্ছেন যেখানে ‘যেকোনো জায়গায় যেকোনো ডিভাইস’ কে শেখার পদ্ধতির জন্য ৭৫০ টিরও বেশি ই- লার্নিং কোর্স উপলব্ধ করা হয়েছে।