সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃত পরিমার্জিত হয়েছে, কিন্তু কখনও দূষিত হয়নি : প্রধানমন্ত্রী মোদী

চিত্রকূট, ২৭ অক্টোবর (হি.স.): হাজার হাজার বছর ধরে পৃথিবীতে কত ভাষা এসেছে আর চলে গিয়েছে। পুরানো ভাষাকে প্রতিস্থাপন করেছে নতুন ভাষা। কিন্তু আমাদের সংস্কৃতি এখন অটুট ও অবিচল। সংস্কৃত সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জিত হয়েছে, কিন্তু দূষিত হয়নি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার মধ্যপ্রদেশের চিত্রকূটে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমি ভাগ্যবান যে আজ আমি সারাদিন বিভিন্ন মন্দিরে ভগবান শ্রী রামকে দেখার সুযোগ পেয়েছি এবং সাধুদের আশীর্বাদও পেয়েছি। বিশেষ করে সাধক রামভদ্রাচার্যজির কাছ থেকে যে ভালোবাসা পাই তা আমাকে অভিভূত করে।”