নতুন দিল্লি: ২৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রাপ্ত স্মৃতিস্মারক গুলির নিলামিতে নাগরিকদের যুক্ত হতে নিলামের ডাক দিয়ে সেই স্মৃতিস্মারক গুলি জিতে নিতে উৎসাহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন যে, এর থেকে যা আয় হবে তা “নমামি গঙ্গে” কে উৎসর্গ করা হয়েছে। তিনি তার এক্স পোস্টে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী এক্স এ পোস্টে লিখেছেন:
“আমি বছরের পর বছর ধরে যে স্মৃতিস্মারক গুলি পেয়েছি তার নিলামে স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি বাস্তবে সত্যি আনন্দিত। যেমনটা আপনারা জানেন, প্রাপ্ত আয় নমামি গঙ্গে কে উৎসর্গ করা হয়েছে। আমি অনুগ্রহপূর্বক সকলকে এতে অংশগ্রহণ করতে এবং আমার প্রাপ্ত কিছু স্মারক গুলির জন্য নিলামে ডাক দিতে উৎসাহিত করছি।”