অলিম্পিক এসোসিয়েশনের সচিব রূপক দেবরায়ের বাড়িতে পুলিশের তল্লাশি, অবিলম্বে গ্রেপ্তারের দাবি খেলোয়াড়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর : নাবালক খেলোয়াড়কে খেলার জন্য বহিঃরাজ্যে নিয়ে গিয়ে হয়রানির অভিযোগ উঠেছে অলিম্পিক এসোসিয়েশনের সচিব রূপক দেবরায়ের বিরুদ্ধে। এমনকি তাকে শারীরিক ও মানসিক অত্যাচারেরও অভিযোগ রয়েছে। অন্যান্য খেলোয়াড়রাও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে ইতিমধ্যেই। বহিরাজ্যে নিয়ে গিয়ে নাবালক খেলোয়াড়কে হয়রানির অভিযোগে আজ সচিবের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় খেলোয়াড়রা। থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অলিম্পিক এসোসিয়েশনের সচিব রূপক দেবরায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। অবিলম্বে এসোসিয়েশনের সচিবকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে খেলোয়াড়রা এদিন। পুলিশ জানিয়েছেন, তল্লাশিতে রূপক দেবরায়কে বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রী জানিয়েছেন তিনি রাজ্যে নেই। তবে অভিযোগমূলে তদন্ত অব্যাহত রেখে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

ঘটনার বিবরণে প্রকাশ, অলিম্পিক এসোসিয়েশনের সচিব রূপক দেবরায়ের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই রাজ্যের খেলোয়াড়দের থেকে অভিযোগ উঠে আসছিল বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার জন্য। তবে বর্তমানে আরও গুরুতর অভিযোগ তোলা হয়েছে সচিবের বিরুদ্ধে। বিস্তারিত বলতে গিয়ে এসোসিয়েশনের জনৈক সদস্য জানিয়েছেন, রাজ্যের ধুমাছড়া এলাকার খেলোয়াড় সাগর দেববর্মা(১৬)-কে অলিম্পিক এসোসিয়েশনের সচিব রূপক দেবরায় ১৩ হাজার টাকা নিয়ে চেন্নাইয়ের মাদুরাইতে নিয়ে যায় প্রো কাবাডি খেলাবে বলে। কিন্তু সেখানে গিয়ে সাগর দেখতে পায় যে রাজ্য টিমের নাম করে বহিরাজ্যের খেলোয়াড়দের ত্রিপুরার খেলোয়াড়ের নাম দিয়ে খেলাচ্ছে সচিব রূপক দেবরায়। এই ঘটনার প্রতিবাদ জানানোয় শেষ পর্যন্ত সাগরকে খেলতে দেওয়া হয়নি। এমনই তার পর থেকে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে সচিব রূপক দেবরায়, এমনই অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ নাবালক সাগরকে চেন্নাইয়ে একা ফেলে রেখে রাজ্যে ফিরে আসেন রূপক দেবরায়। শেষ পর্যন্ত কোনো প্রকারে সাগর অচেনা মানুষের সাহায্য নিয়ে রাজ্যে এসে পৌছায়। দুর্গোৎসবের কারনে খেলোয়াড়রা চুপ থাকলেও শুক্রবার প্রত্যেক খেলোয়াড়রা রূপক দেবরায়ের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

একটা সময় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আধিকারিক। পুলিশ রূপক দেবরায়কে না পেয়ে বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। তার স্ত্রী জানান তিনি নাকি রাজ্যে নেই। যদিও পুলিশ আইনী উপায়ে ঘটনার তদন্ত অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। এদিকে খেলোয়াড়দের তরফে অবিলম্বে সচিব রূপক দেবরায়কে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *