নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ২৭ অক্টোবর : শুক্রবার বিকাল ৪ টায় আদর্শ পল্লী সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত সার্বজনীন দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠিত হয়। আজ মায়ের বিদায় বেলায় অশ্রু সজল নয়নে বিদায় জানালেন এলাকার ৮ থেকে ৮০ সকল বয়সের মা বোনরা এবং এলাকার সকল মায়ের ভক্তরা। এদিন মায়ের বিদায় বেলায় ঢাকের তালে উলুধ্বনি শঙ্কর ধ্বনিও গানে নাচে ঋষ্যমূখ আদর্শ পল্লী সামাজিক সংস্থার আয়োজিত শহীদবেদী এলাকায় পূজিত দেবী দুর্গাকে রেলি করে বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে গৌরাছড়া নদীর দশমী ঘাটে নিরঞ্জন করা হয় মা দেবী দুর্গাকে, রেলিতে এলাকার মা-বোনরা গান ও নাচের তালে গৌরাছড়া নদীর দশমী ঘাটে মায়ের নিরঞ্জনে আনন্দের কোন রকম খামতি ছিলনা,এলাকার সকল অংশের জনগণ ও ভক্ত প্রাণ মা-বোনরা চার দিন যাবত মায়ের পূজায় ব্রতী হয়ে আজ বিদায় বেলায় অশ্রু সজল নয়নে আবার একটি বছরের অপেক্ষায় মাকে বিদায় জানালেন, সকলের একটাই কামনা ও আশা সুখে রেখো আনন্দে রেখো শান্তিতে রেখো মা তোমার সকল সন্তানকে, আসছে বছর আবার হবে এই প্রত্যাশায় মায়ের বিদায়ের বিষাদের সুরে গৌড়াছড়া নদীর দশমী ঘাট আবার একটি বছরের অপেক্ষায় বিদায় জানালো মা দেবী দুর্গাকে।