সোনিপাত, ২৭ অক্টোবর (হি.স.) : হরিয়ানার সোনিপাতে গাড়ির ধাক্কায় এক অটো চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সৈয়দপুরের খারখোদা গ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোচালকের মৃত্যু হয়েছে।দুর্ঘটনায় আহত চালককে দিল্লির পুথ খুর্দে মহর্ষি বাল্মিকি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটো চালককে মৃত ঘোষণা করে। অটো চালকের নাম মায়াঙ্ক।
মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গাড়ির চালকের বিরুদ্ধে সৈয়দপুর চৌকি থানায় পুলিশ মামলা দায়ের করেছে। সোহটি গ্রামের বাসিন্দা ছিলেন মৃত অটো চালক মায়াঙ্ক। মৃতের ময়নাতদন্তের পর পুলিশ দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে।