ফের ৬ দিনের পুলিশ রিমান্ড সৈকতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর : সৈকত তলাপাত্রকে ফের ৬ দিনের পুলিশ রিমান্ড দিল আদালত। অন্য চারটি মামলায় ২ নভেম্বর পর্যন্ত জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া সৈকত তলাপাত্রের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা রজু করা হয়েছে। শুক্রবার সৈকত তলাপাত্রকে ৫ টি মামলায় ফের আদালতে তোলা হয়। এর মধ্যে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ- এর একটি মামলায় পুলিশের তরফে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পশ্চিম জেলার স্পেশাল জজ শুভাশিস শর্মা রায় ৬ দিনের পুলিশ হাজতের নির্দেশ দেন সৈকতকে। এমনটাই জানিয়েছেন আইনজীবী সম্রাট কর ভৌমিক। তিনি জানান, অপর চারটি মামলায় ২ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। ৬ দিনের রিমান্ড শেষে সৈকত তলাপাত্রকে জেলে নিয়ে যাওয়া হবে। ২ তারিখ ফের তাকে আদালতে তোলা হবে। ২ নভেম্বরে মধ্যে পুলিশের তদন্ত শেষ করতে হবে বলেও আদালত স্পষ্ট জানিয়েছেন বলে জানান আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *