নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দক্ষিণ ভারতের পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার দক্ষিণ ভারতের বিভিন্ন কলেজের পড়ুয়ারা বিজেপির সদর দফতরে আসে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাদের সকলের সঙ্গে সাক্ষাৎ করেন।
‘বিজেপিকে জানুন’ উদ্যোগের অধীনে জেপি নাড্ডা বিজেপির সদর দফতরে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। পড়ুয়াদের দলের সম্পর্কেও জানান নাড্ডা। তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালার বিভিন্ন কলেজের ৭০ জন পড়ুয়া দিল্লিতে দুই দিনের সফরে এসেছেন। বৃহস্পতিবার পড়ুয়ারা নতুন সংসদ এবং ভারত মণ্ডপমও পরিদর্শন করে।

