নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ অক্টোবর : যান দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। শুক্রবার দুপুরে বিশালগড় ২ নং গেইট সংলগ্ন জাতীয় সড়কে অটো ও বাসের গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন ব্যক্তি।
ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার দুপুরে বিশালগড় ২ নং গেইট সংলগ্ন জাতীয় সড়কে টিআর০৭-কে-২১২৪ নম্বরের অটো গাড়ি এবং টিআর০১-বি-১৪০২ নম্বরের বাস গাড়িকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে করে অটোটি দুর্ঘটনার শিকার হয়। ঘটনায় অটোতে থাকা তিনজন গুরতর আহত হয়েছেন। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন আশপাশের স্থানিয়রা। খবর পাঠানো হয়েছে দমকল বাহিনীকে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে তারা বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধিন।