আগরতলা, ২৬ অক্টোবর: আজ ত্রিপুরা হাইকোর্টে নতুন দুই বিচারপতি শপথ নিয়েছেন। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিশ্বজিৎ পালিত। আজ তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং।
প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি সহ মোট পাঁচজন বিচারপতির বেঞ্চ রয়েছে। দুইজন বিচারপতির আসন কিছু দিন ধরে শূন্য ছিল। আজ থেকে ত্রিপুরা হাইকোর্ট পাঁচজন বিচারপতি পরিচালনা করবেন।