“আমাদের টাকা আমাদের দিচ্ছে না”, অভিযোগ মমতার

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.) : “মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের টাকা আমাদের দিচ্ছে না। অথচ, জিএসটি-র এত টাকা কেটে নিয়েছে।” বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তীক্ষ্ণ আক্রমণ, ‘রাজনৈতিকভাবে লড়াই করো। সেটা না করে এই সমস্ত কাজ করছে।’

মুখ্যমন্ত্রী বলেন, “হঠাৎ হঠাৎ নতুন নোট ছাপাচ্ছে। ইতিহাস বইের নাম বদলে দিচ্ছে। ওদের প্রতিমন্ত্রী নিজেকে বড় বলে মনে করছেন। কোনও দলের প্রতীক বা সর্বভারতীয় তকমা কেড়ে নিচ্ছে। আমরা আমাদের মর্যাদার পুনরুদ্ধার করবই।”

মুখ্যমন্ত্রীর তোপ, “যখন তখন মিটিং ডাকছে কেন্দ্র। স্ট্যান্ডিং কমিটিতে বিরোধী সদস্য কম। বেশিরভাগই ওদের। এত ভয় কেন?“ যেসব ইডি অফিসার এখানে তদন্ত করছিলেন, তাঁদের বদলি করে দেওয়া হরেছে। কার কথায় এসব হচ্ছে?“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *