আরও আগেই তল্লাশি হতে পারত জ্যোতিপ্রিয়র বাড়িতে, মন্তব্য সুকান্তর

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): বাকিবুর রহমানের সম্পত্তির পরোক্ষ মালিক রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার এই ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন মন্ত্রীর বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, ”এ তো স্বাভাবিক। আরও আগেই করা উচিত ছিল। আসলে বাকিবুরের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। এটা তো সবাই জানেন এত সম্পত্তির আসল মালিক কে? বাকিবুর এত টাকা কোথা থেকে পেল?

বাংলাদেশ, দুবাইয়ে সম্পত্তি, কয়েকশো একর জমি— এই টাকা অন্য কারও, বাকিবুরের নামে আছে। তা এখন বোঝা যাচ্ছে কার নামে আছে? শুধু অভিযান চালালে চলবে না। এদের জেলের ভিতর ঢোকাতে হবে।”