কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): নদিয়ায় বিজেপি কর্মীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজ্য পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতম স্তরে লিখিত দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে বৃহস্পতিবার লিখেছেন, “পশ্চিমবঙ্গে উৎসবের মরসুমও তৃণমূল গুন্ডাদের হিংসায় লিপ্ত হতে এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলা চালানো থেকে বিরত করেনি; বিশেষ করে হামলা চলেছে যাঁরা বিজেপির, তাঁদের ওপর। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের আরবান্দি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারাজিয়াকুর গ্রামের একটি রাজ্য বিজেপি কার্যকর্তা অধীর সরকারকে কয়েকজন টিএমসি গুন্ডা নির্মমভাবে লাঞ্ছিত করে হত্যা করেছে।
আমি রাজ্যের স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহানির্দেশক এবং রাণাঘাটের পুলিশ সুপারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য এবং অপরাধীদের দ্রুত বিচার করার জন্য অনুরোধ করছি। গ্রেফতার এড়াতে ক্ষমতাসীন দলের সাথে জড়িত অপরাধীদের সুবিধার্থে পুলিশ যে কোনও শিথিলতা দেখালে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এদিন বেলা ১১টা নাগাদ রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ চক্রবর্তীর দাবি, “তৃণমূল খুনের রাজনীতি করে না। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল।”

