পিক আপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ,পথ অবরোধ করে বিক্ষোভ

বাঁকুড়া, ২৬ অক্টোবর (হি. স.) : ফের বেপরোয়া গতির বলি হলেন এক যুবক। বৃহস্পতিবার সকালে এক সাইকেল আরোহীকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে গুরুতর জখম হন ওই আরোহী। পিকআপ ভ্যানটিও পাল্টি খেয়ে রাস্তার উপর আড়াআড়ি ভাবে পড়ে থাকে। আশঙ্কা জনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়া থানার পালেরবাঁধ মোড়ের কাছে।

পুলিশ জানিয়েছে মৃতের নাম শান্তি ভুঁই (৪৪)। বাড়ি মেজিয়া থানারই ডাং-মেজিয়া গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান শান্তি বাবু সাইকেলে চেপে রাস্তার বাঁ দিক ঘেঁষে দুর্লভপুরের দিকে যাচ্ছিলেন। পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে সজোরে তাঁকে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। শান্তি বাবুর মাথা ফেটে রক্তক্ষরণ হতে থাকে। আমরাই তাঁকে সঙ্গে সঙ্গে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনা ঘটার সাথে সাথেই স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের নিষ্ক্রিয়তার কারনেই গঙ্গাজলঘাটি থেকে মেজিয়া জাতীয় সড়কের উপর বারবার দুর্ঘটনা ঘটছে বলে তাদের দাবী। তারা বলেন শান্তি ভুঁই বাড়ির একমাত্র রোজগেরে ব্যাক্তি ছিলেন। তাই মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা। পুলিশ সে বিষয়ে আশ্বস্ত করলে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেওয়া বহযবরাট, বাঁকুড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *