রায়পুর, ২৫ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের রায়পুরে ছুরির আঘাতে দুই মহিলা–সহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে আজাদ চক থানার পুলিশ।
পুরোনো শত্রুতার জেরেই মঙ্গলবার রাতে রায়পুরের আমপাড়ায় এই ঘটনা ঘটে। ঘটনার পর একটি মামলা দায়ের হয়, তারপরেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। আজাদ চক থানা সূত্রে জানা গিয়েছে, দুর্গা প্রতিমা বিসর্জনের পর ফেরার সময় পুরনো শত্রুতার জেরে মঙ্গলবার গভীর রাতে রাজেশ নামে এক ব্যক্তির সঙ্গে অভিযুক্তরা প্রথমে তর্ক করে এবং গালিগালাজ শুরু করে। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে অভিযুক্তরা রাজেশকে ছুরি দিয়ে আক্রমণ করে। ঝামেলা আটকানোর জন্য দুই মহিলা এগিয়ে আসলে তারাও আঘাত পান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে।
বর্তমানে আহতরা এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

