নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ২৫ অক্টোবর:
কৈলাশহর মোহনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ই রিক্সা গভীর খাদের মধ্যে পড়ে দুর্ঘটনাগ্রস্থ হয়। এতে গুরুতরভাবে আহত হয় দুইজন। বর্তমানে ওরা কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় যে ই রিক্সার মধ্যে চারজন যাত্রী এবং চালক মিলে মোট পাঁচজন ছিল। তারা গোবিন্দপুর থেকে পূজা দেখার উদ্দেশ্যে মোহনপুর এলাকা দিয়ে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে টুকটুকটি গভীর খাদের মধ্যে পড়ে যায়। এতে করে গুরুতরভাবে আহত হয় ২ জন যাত্রী। বাকিরা অল্প বিস্তর আহত হয়। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায় পাশাপাশি গুরুতর আহত দুজন যাত্রীকে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওরা কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ই রিক্সা চালক তপন পাল জানান উনার বাড়ি কৈলাশহর গোবিন্দপুর এলাকায়। উনার ই রিক্সাটি বিগত কয়েকদিন পূর্বে ক্রয় করেছিলেন। আজ উনার ই রিক্সার ব্র্যাক বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।যদিও উনার ই রিক্সায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এ।