গোরক্ষপুর, ২৫ অক্টোবর (হি.স.): সুশীল সমাজ ছাড়া কোনও দেশের উন্নতি সম্ভব নয়। জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার উত্তর প্রদেশের গোরক্ষপুরের এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেছেন, “সুশীল সমাজ ছাড়া কোনও দেশের উন্নতি সম্ভব নয়। একটি দেশ যদি উন্নতি করতে চায়, তাহলে সেই দেশকে ‘সমর্থ’ (সক্ষম) হতে হবে এবং, যদি এটি সক্ষম হতে চায়, তাহলে সেখানকার শিক্ষাব্যবস্থাকে ‘সংস্কৃতিযুক্ত’ হতে হবে।”
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বিভিন্নভাবে অক্ষম শিশুদের সহায়ক সামগ্রী বিতরণ করেছেন এবং গোরক্ষপুরের ব্লক রিসোর্স সেন্টার অফ স্কুলে আইসিটি ল্যাব এবং স্মার্ট ক্লাসের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেছেন, “সবাই দেখতে পাচ্ছেন, একটি শিশু একজন দায়িত্বশীল নাগরিক এবং নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছে। একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি হল, তিনি নিজ ছাত্রদের দেশের প্রতি নিবেদনের অনুভূতি নিয়ে কতটা সক্ষম করে তোলেন। এটি তাঁর কৃতিত্ব হওয়া উচিত।”