আগরতলা, ২৫ অক্টোবর: বুধবার রাজ্যে এসেছেন ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারি এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
আগামীকাল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথ বাক্য পাঠ করাবেন।