গোমতী নদীর থেকে প্রাচীন কালি মুর্তি উদ্ধারকে  কেন্দ্র করে কৌতূহল

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ অক্টোবর: 

গোমতী নদীতে প্রাচীন কালি মূর্তি উদ্ধার ঘিরে কৌতূহল ।গতকাল সন্ধ্যায় উদয়পুর পোলট্রি রোড স্থিত দশমী ঘাটে প্রাচীন কালি মূর্তি দেখে জনতার মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর এলাকায় । গতকাল  ছিল বিজয়া দশমী ।এই উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয় । পুলিশ  প্রশাসন, সাধারণ  প্রশাসন ও উদয়পুর  পুরপরিষদের  পক্ষ  থেকে যে কোন ধরনের  অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় । এরই ফাঁকে স্থানীয়  জনগন দশমী ঘাটে নেমে প্রায় পাঁচ ফুট লম্বা কষ্টিক পাথরের কালী মূর্তি দেখে কোলাহল  শুরু করলে প্রচুর সংখ্যক দর্শক হাজির হয় । খবর দেওয়া  হয় সাধারণ প্রশাসন, পুলিশ  প্রশাসন ও পুর পরিষদে। খবর পেয়ে  রাধাকিশোরপুর  থানার পুলিশ পুরপরিষদের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় মূর্তিটি  রাধাকিশোরপুর  থানায় নিয়ে আসেন ।কৌতূহলী মানুষের মনে প্রশ্ন  এত ভারী কষ্টিক পাথরের কালী মূর্তি  এখানে আসলো কি ভাবে । আর্কিওলজিক্যাল বিভাগ বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন  বিভাগীয় একমাত্র জনগনের কৌতুহলের সমাধান করতে পারবে বলে প্রবীন নাগরিকরা অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *