ওদালগুড়ি (অসম), ২৫ অক্টোবর (হি.স.) : ওদালগুড়ি জেলার অন্তর্গত কছারি ভেটিটোপ গ্রামে সংগঠিত হয়েছে মানবসমাজকে লজ্জানতকারী এক ঘটনা৷ গ্রামের দরিদ্র জনৈক ফইজুল হকের ৪১ দিনের একটি শিশুসন্তানকে কে বা কারা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
প্ৰাপ্ত তথ্যে জানা গেছে, অন্য দিনের মতো গত রাতেই ৪১ দিনের শিশুসন্তানকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন মা৷ কিন্তু আজ বুধবার ভোররাত প্রায় তিনটা নাগাদ মা যখন ঘুমে আচ্ছন্ন, তখন তাঁর কোল খালি করে কোনও এক দুষ্ট চক্ৰ চুরি করে নিয়ে যায় শিশুটিকে৷ ঘুম ভেঙে সন্তানকে পাশে না পেয়ে চিৎকার করে ওঠেন মা৷ শুরু হয় সন্তানের খোঁজে দৌড়ঝাপ৷ ততক্ষণে শিশু চোর পালিয়ে গা ঢাকা দেয়৷
ঘটনা সম্পর্কে আজ সকালে ওরাং থানায় খবর দেন বাবা ফইজুল হক ও গ্রামের মানুষ৷ খবর পেয়ে থানা থেকে পুলিশের দল গিয়ে ঘটনাস্থলে হাজির হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে শিশুসন্তান চুরিকে কেন্দ্ৰ করে গোটা গ্রামে তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷