সিনিয়র মহিলা টি-২০ : প্রথম জয়েরলক্ষ্যে ত্রিপুরা আজ সিকিমের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। চার ম্যাচ হয়ে গেলো। জয় এখনও অধরা-ই। পঞ্চম ম্যাচের মাথায় প্রথম জয়ের লক্ষ্যে ত্রিপুরার মহিলা সিনিয়র ক্রিকেট দল আগামীকাল সিকিমের মুখোমুখি হচ্ছে। ১৯ অক্টোবর, গুরুবারের কথা। গ্রুপ লিগে দিনের তিনটি ম্যাচই হলো। বাধা পরলো দিনের শেষে ত্রিপুরা – রেলওয়েজের ম্যাচটিতে। ‌ বৃষ্টির কবলে ম্যাচ শেষ পর্যন্ত নো-রেজাল্টের গ্যারাকলে পয়েন্ট দুই-দুই করে ভাগ পেয়েছে দুই দল। পরদিন শুক্রবার ত্রিপুরা-ঝাড়খণ্ডের ম্যাচ তথৈবচ। বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্টের ভাগাভাগি। ২২ অক্টোবর, রবিবার এবং ২৪ অক্টোবর, মঙ্গলবার ত্রিপুরার মহিলা ক্রিকেট দল কিন্তু আরও দুটো ম্যাচ খেলেছে। জয়ের দেখা নেই। বিহারের কাছে ১১ রানে হেরে কিছুটা আফসোস করলেও মঙ্গলবারের খেলায় পাঞ্জাবের মহিলা দল ত্রিপুরাকে আট উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে। আগামীকাল সিকিমের বিরুদ্ধে ত্রিপুরার খেলা। আশা করা হচ্ছে ত্রিপুরা দল এতে জয়ী হবে। নবাগত সিকিম এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে নিয়েছে। তবে কোনও খেলাতেই জয়ের স্বাদ পায়নি। ক্রমান্বয়ে ঝাড়খণ্ডের কাছে ৮৬ রানে, পাঞ্জাবের কাছে আট উইকেটে, আসামের কাছেও ৮ উইকেটে এবং হরিয়ানার কাছে ৮৯ রানে হেরে তালিকার শেষ স্থানে অবস্থান করলেও ত্রিপুরার মহিলা ক্রিকেটাররা কিছুতেই সিকিম দলকে হালকা ভাবে নিতে নারাজ। প্রথম দুটি ম্যাচে নো-রেজাল্টের কারণে ত্রিপুরা দলের শিবিরে কিছুটা হলেও প্রভাব পড়েছে বৈকি। চেষ্টা রয়েছে যথেষ্ট ভালো খেলে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আগামীকাল হয়তো ত্রিপুরা দলের মহিলারা প্রথম জয়ের স্বাদ পাবে। মাঠের রেজাল্ট কি হয় তাই এখন দেখার বিষয়।