BRAKING NEWS

রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে

মুম্বই, ২৪ অক্টোবর (হি.স.) : রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন প্রবীণ কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে মঙ্গলবার রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে জানিয়েছেন। শিন্ডে জানিয়েছেন, তাঁর রাজনৈতিক জীবন শেষ হওয়ার পরে তাঁর মেয়ে প্রণিতি শিন্ডে রাজনীতিতে প্রবেশ করবেন। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর মেয়ে প্রণিতি শিন্ডে সোলাপুর সংসদীয় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ধম্ম চক্র প্রবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে সোলাপুরে এসেছিলেন সুশীল কুমার শিন্ডে। শিন্ডে ৬৭-তম ধম্মচক্র প্রবর্তন দিবস উপলক্ষ্যে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে ধম্মচক্র প্রবর্তন দিবস। প্রতিবছর আমরা বাবা সাহেবের জন্মবার্ষিকী এবং মহাপরিনির্বাণ দিবসে অভিনন্দন জানাতে এখানে আসি। তিনি আরও বলেন, বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধান সৃষ্টি করেছেন। এই সংবিধান অনুযায়ী দেশ চলছে। বাবা সাহেবের নাম না নিয়ে কোনো দল রাজনীতি করতে পারে না তা আজ প্রমাণিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *