চালসা, ২৪ অক্টোবর (হি. স.) : দশমীর সকালে জলপাইগুড়ির বাতাবাড়ি খড়পাড়া এলাকার ধানখেত থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম কমল রায়। বাড়ি বাতাবারি এলাকায়। তিনি পেশায় টোটোচালক ছিলেন। মঙ্গলবার সকালে একটি ধানখেতের মধ্যে বাইক সমেত কমল রায়ের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। ঘটনাস্থলে পৌঁছোয় মেটেলি থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হল সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে কমল বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়েছিল। রাতভর সে আর বাড়ি ফেরেনি। এরপর এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়।