আহমেদাবাদ, ২৩ অক্টোবর (হি.স.): গুজরাটের পালানপুরে এক নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ল। প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। বেশ কয়েকজন ধ্বংসস্তুপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে উদ্ধারকাজ চলছে। আরটিও সার্কেল এরিয়ার পাশে হয় দুর্ঘটনাটি। সোমবার এই ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, গুজরাটে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা সাম্প্রতিককালে বেশ কিছু ঘটেছে। গত বছর ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য মোরাবিতে মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে ১৩৫ জন নিহত হন।