ছত্তিশগড় নির্বাচনে ১৮ জন মহিলাকে টিকিট দিল কংগ্রেস

রায়পুর, ২৩ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড় নির্বাচনে কংগ্রেস মোট ১৮ জন মহিলাকে প্রার্থী করেছে। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস ৯০টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেসের ৯০ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন এসটি, ২৯ জন ওবিসি, ১০ জন এসসি এবং ১৫ জন সাধারণ শ্রেণির, আর ৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এরমধ্যে ১৬ জন উচ্চবর্ণের, একজন মুসলিম এবং একজন পাঞ্জাবি প্রার্থী রয়েছে।

রবিবার রাতে কংগ্রেস তার ৯০টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেস এবার ১৮ জন মহিলাকে প্রার্থী হিসেবে টিকিট প্রদান করেছে। এরমধ্যে রয়েছে প্রতাপপুরের রাজকুমারী মারাভি, লাইলুঙ্গা থেকে বিদ্যাবতী সিদার, সারানগড় থেকে উত্তর জাংদে, পালি তানাখার থেকে কুলেশ্বরী সিদার, তখতপুরের রশ্মি সিং, বিলাইগড় থেকে কবিতা প্রাণ লাহারে, ধরসিওয়া থেকে ছায়া ভার্মা, কুরুদ থেকে তারিণী চন্দ্রকর, সানজারি বালোদ থেকে সঙ্গীতা সিনহা সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *