আগরতলা, ২২ অক্টোবর: আজ মহা অষ্টমী। সকাল থেকে অষ্টমী পুজো শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে। মহা অষ্টমীর পূ্ণ্য লগ্নে রাজ্যবাসীর মঙ্গল কামনায় দুর্গা বাড়িতে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
প্রসঙ্গত, মহা অষ্টমীর সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। সকাল সকাল স্নান করে নতুন শাড়িতে সাজছে মেয়ে-বউরা । আর ছেলেরা পাঞ্জাবিতে। দুর্গাপুজোর এই অঞ্জলির সঙ্গে আলাদাই একটা আবেগ জড়িয়ে বাঙালির । মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ। এদিন আগরতলা দূর্গা বাড়িতে মদয়ের আরাধনায় মগ্ন ভক্তরা। এদিন মহা অষ্টমীর পূ্ণ্য লগ্নে রাজ্যবাসীর মঙ্গল কামনায় দুর্গা বাড়িতে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
এদিন প্রতিমা ভৌমিক বলেন, মহা অষ্টমীর পূ্ণ্য লগ্নে দুর্গা বাড়িতে মায়ের অঞ্জলি দেওয়ার ও আশীর্বাদ গ্রহণের সৌভাগ্য হয়েছে তাঁর। তিনি মায়ের সকলকে ভালো ও সুস্থ রাখার প্রার্থনা করেছেন।
পাশাপাশি তিনি সকল রাজ্যবাসীকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।