গোলাঘাটের কঁহরায় সড়ক দুৰ্ঘটনা, হত এক, আহত দুই


গোলাঘাট (অসম) ২২ অক্টোবর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত কাজিরঙা জাতীয় উদ্যানের কঁহরা এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। নিহতকে কাজিরঙার বসিন্দা জনৈক মৃদুল কৰ্মকার বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত খবরে জানা গেছে, শনিবার রাতে একটি চার চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এএস ০৩ জে ৩৭৬৬ নম্বরের একটি মোটর বাইকের। প্রচণ্ড সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক মৃদুল কৰ্মকারের। এছাড়া আহত হয়েছেন নিরঞ্জন কৰ্মকার এবং শারলিন নামে দুজন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, পূজা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।