কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): আশঙ্কা ছিলই, তা এবার সত্যি হতে চলেছে। পুজোয় নবমী ও দশমীতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তবে উত্তরবঙ্গে সেই সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২২ অক্টোবর নাগাদ এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে বলে পূর্বাভাস। তার পরে এই নিম্নচাপ বাঁক নিয়ে উত্তর, উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ উপকূলের দিকে এগোতে পারে। যার ফলে নবমী এবং দশমীতে বৃষ্টির পূর্বাভাসের কোনও বদল হচ্ছে না।
আবহবিদরা জানিয়েছেন, ২৩ অক্টোবর নবমীতে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। ২৪ অক্টোবর, দশমী এবং ২৫ অক্টোবর একাদশীতেও কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় আকাশ থাকবে মেঘলা। ৩০ থেকে ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। এদিকে, ২৬ অক্টোবরও এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সে দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী তিন-চার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে দু’ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, দিনের বেলায় অবশ্য তা উধাও হয়ে যাচ্ছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।