লাহোর, ২১ অক্টোবর (হি.স.): দীর্ঘ চার বছর পরে পাকিস্তানে ফিরেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর সুপ্রিমো নওয়াজ শরিফ। সেই উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে লাহোরের মিনার-ই-পাকিস্তানে জড়ো হন তাঁর সমর্থক ও অনুগামীরা।
নওয়াজ শরিফের পাকিস্তানে প্রত্যাবর্তনের বিষয়ে পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফ বলেছেন যে তার নেতা জনগণের মধ্যে থাকবেন এবং “দেশকে আরও বিভক্ত করতে নয়” ঐক্যবদ্ধ করতে ফিরে এসেছেন। নওয়াজকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরেও যান শেহবাজ। প্রসঙ্গত, দু”দিন আগেই ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজকে পাকিস্তানে ফেরার বিষয়টি নিশ্চিত করে।। পুরানো দু”টি মামলায় আদালত তাঁকে জামিন প্রদান করেছে।