BRAKING NEWS

দূর্গো উৎসবের দিন গুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত বিদ্যুৎ নিগম: রত

আগরতলা, ২১ অক্টেবর: দূর্গো উৎসবের দিন গুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত বিদ্যুৎ নিগম। আজ ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়ে গিয়ে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি বিদুৎ নিগমের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে পরিষেবার বিষয়ে অবগত হয়েছেন। সাথে তিনি যোগ করেন,
ডিজিএম-র নেতৃত্বে পুজোর জন্য বাড়তি কনট্রোল রুম খোলা হয়েছে। বিদ্যুৎ নিগমের কর্মীরা পরিষেবা স্বাভাবিক রাখতে বৃহত্তর স্বার্থে কাজ করছে।

তাঁর কথায়, বিদ্যুৎ-র চাহিদার কথা মাথায় অতিরিক্ত বিদ্যুৎ -র ব্যবস্থা রাখা হয়েছে। সেই মোতাবেক পঞ্চমী ও ষষ্ঠীতে রাজ্যব্যাপী বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ছিল। কোথাও কোন ধরনের ঘাটতি দেখা দেয় না। ষষ্ঠীর রাতে বিদ্যুৎ -র চাহিদা পিক আওয়ায়ে পৌছায় ৩০৪ মেগাওয়াটে।

এদিন তিনি আরও বলেন, যদিও ৫০০ মেগাওয়াটের মত বিদ্যুৎ- র ব্যবস্থা রাখা হয়েছিল। তবে রাত বাড়ার সাথে সাথে এই চাহিদা অনেকটাই কমে যায়। রাত ১২ টার মধ্যে চাহিদা দাঁড়ায় ২৮৭ মেগাওয়াট।

এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন, সপ্তমীতে ৩৪০ মেগাওয়াটের উপর বিদ্যুৎ -র চাহিদা পৌছুবে না।

এদিন পর্রবতী সময়ে ৭৯ টি লোড ডেসপাঁচ সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী রতন লাল নাথ। ডিজিএম-র নেতৃত্বে পুজোর জন্য বাড়তি কনট্রোল রুম খোলা হয়েছে। বিদ্যুৎ নিগমের কর্মীরা পরিষেবা স্বাভাবিক রাখতে বৃহত্তর স্বার্থে কাজ করছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *