ধর্মনগর, ২০ অক্টোবর: ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে ত্রিপুরা এগিয়ে চলেছে। আজ দুর্গোৎসবের ধর্মনগর সফরে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ)মানিক সাহা। এদিন হলিকপ্টার করে বেলা সাড়ে এগারোটায় ধর্মনগরের বটরশির ওএনজিসি কমপ্লেক্সের অবতরণ করেছিলেন । সেখান থেকে চলে গিয়েছিলেন নয়াপাড়া কালীবাড়ি র দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে। তারপর রওয়না দিয়েছিলেন ধর্মনগর এর ঐতিহ্যবাহী দুর্গাপূজা টাউন কালী বাড়ির দুর্গোৎসবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে ত্রিপুরা এগিয়ে চলেছে। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। পুজোর দিনগুলিতে যাতে সবাই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আনন্দ মুখোর ভাবে দিন কাটাতে পারে তার জন্য তিনি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন । তিনি সারা রাজ্যের মানুষের জন্য দুর্গা মায়ের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে পূজার দিনগুলি অতিক্রান্ত হওয়ার জন্য আশীর্বাদ কামনা করেন।
টাউন কালিবাড়ির অনুষ্ঠান সম্পন্ন করে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে খানিক সময় কাটানোর পর ধর্মনগরের রামকৃষ্ণ সেবা সমিতির দুর্গোৎসব প্রদক্ষিণ করে দেওয়ানপাশার একটি ক্লাবের পূজা উদ্বোধন করে কৈলাসহর উদ্দেশ্যে চলে গিয়েছিলেন।
এদিন মুখ্যমন্ত্রীর এই সফরের সফর সঙ্গী ছিলেন, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, জেলা শাসক নাগেশ কুমার বি , উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা ও বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতা-নেত্রী বৃন্দ।

