নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর : ইউএপিএ – এর অধীনে এনএলএফটি, ও এ টি টি এফ কে বেআইনি সমিতি ঘোষণা করার বৈধ কারণ বিবেচনা করতে এক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কেন্দ্রের দ্বারা গঠিত এই ট্রাইব্যুনাল বিচার করবে এনএলএফটি, ও এটিটিএফ – কে বেআইনি হিসেবে ঘোষণা করার কিকি কারণ রয়েছে।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করেছে। সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেআইনী কার্যকলাপ আইন, ১৯৬৭(৩৭) ধারা ৫ এর উপধারা(১) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে এনএলএফটকে বেআইনী ঘোষণা করার যথেষ্ট কারণ রয়েছে কিনা। গৌহাটি হাইকোর্টের বিচারপতি মনীশ চৌধুরী রয়েছেন এই ট্রাইব্যুনালে।