লিও ক্লাব অব ধর্মনগর এর পক্ষ থেকে বস্ত্র বিরতন এলাকায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ অক্টোবর : “বাজলো তোমার আলোর বেণু মাতলো রে ভূবন”। হ্যাঁ, মা দুর্গার আগমনে আনন্দে মেতে উঠে উৎসব প্রিয় বাঙালি সমাজ। আর “লিও ক্লাব অব ধর্মনগর” প্রতি বছর সেই আনন্দকে সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে সমান ভাবে পৌঁছে দিতে  আপ্রাণ চেষ্টা করে। *’ঝিলমিল’* ধর্মনগর লিও ক্লাব – এর একটি সিগনেচার প্রোজেক্ট, যার প্রধান উদ্দেশ্য দুর্গাপূজার আনন্দে অংশীদার করা সেইসব শিশুদের যারা হয়তো সেই আনন্দ থেকে কিছুটা দূরে অবস্থান করছে। এই উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করতে আমরা “লিও ক্লাব অব ধর্মনগর”।  ধর্মনগরের দেউছড়া গ্রামে প্রায় ৫০ জন এবং  নদিয়াপুর গ্রামে প্রায় ৫০ জন কচিকাঁচাদের মধ্যে বস্ত্র, তৎসঙ্গে মেয়েদের জন্য কিছু সাজার জিনিস, ছেলেদের জন্য বন্দুক, বেল্ট এবং আরও কয়েকটি প্রয়োজনীয় জিনিস বিতরন করি। লিও ক্লাব অব ধর্মনগর আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেইসব সহৃদয় ব্যাক্তিদের যারা নিঃসার্থভাবে আমাদের ডাকে সারা দিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা আশা রাখবো সকলের সহযোগিতায় আগত বছরগুলিতে আরও ব্যাপক ভাবে আমরা যেন সেই আনন্দকে ভাগ করতে পারি আর গড়তে পারি একটা সুন্দর সমাজ।