সালকানপুর ধামে মা বিজয়াসন দেবীর পুজো করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চৌহান

সিহোর, ২০ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সালকানপুর ধামে মা বিজয়াসন দেবীকে দর্শন করেন।

শারদীয়া নবরাত্রি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার সিহোর জেলায় অবস্থিত বিখ্যাত সালকানপুর দেবীর ধামে মা বিজয়াসন দেবীকে পুজো দেন। রাজ্যের উন্নয়ন এবং রাজ্যের মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং। এই অনুষ্ঠানে তাঁরসঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাধনা সিং এবং ছোট ছেলে কুনাল। তিনি দেবীর কাছে দেশ সহ রাজ্যের মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান।

নবরাত্রির মতো অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন দেবীর দর্শন পেতে। মুখ্যমন্ত্রী চৌহানেরও মা বিজয়াসন দেবীর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে।