ভালসাদ, ২০ অক্টোবর (হি.স.) : গুজরাটের ভালসাদ জেলায় একটি যাত্রীবাহী বাসে আগুন । শুক্রবার গুজরাটের ভালসাদ জেলার পারদি গ্রামের কাছে মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে ১৬ জন যাত্রী নিয়ে একটি বাসে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি আহমেদাবাদ থেকে কর্ণাটকের বেলগাউমের দিকে যাচ্ছিল ।আচমকাই রাস্তায় বাসটিতে আগুন ধরে যায় । পুলিশ আরও জানিয়েছে, বাসের ১৬ জন যাত্রীকে বাস থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসে দমকল। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছিল বলে প্রায় দুঘন্টার জন্য মুম্বই-আমেদাবাদ জাতীয় সড়ক বন্ধ রাখা হয়।