রাবার বাগানে মাটি ফেলা নিয়ে বিবাদের জেরে গুরুতর আহত ১৯ বছরের এক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ অক্টোবর : রাবার বাগানকে কেন্দ্র করে  বিবাদের জেরে  ঝামেলা পানিসাগর থানাধীন যুবরাজ নগর গ্রাম পঞ্চায়েতে। দুর্গাপূজার ষষ্ঠী দিন রাবার বাগানে মাটি ফেলা হয়েছে এই বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি ঘটনা ঘটে। উত্তর জেলা হাসপাতালে  আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৯ বছরের সাগর নাথ। ঘটনার বিবরণে জানা যায় পানিসাগর থানাধীন যুবরাজ নগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পরিতোষ নাথ। তিলথৈ নোয়াগাঙ এলাকায় অর্ন নাথের একটি রাবার বাগান রয়েছে। আজ অর্থাৎ শুক্রবার সকালে অর্ন নাথ তার ছেলে সহ তিনজন গিয়ে দেখতে পায় তাদের রাবার বাগানে কে বা কাহারা মাটি ফেলেছে। তখন পরিতোষ নাথের ১৯ বছরের ছেলে সাগর নাথ সকাল ৯ টার দিকে গেলে তার উপর অর্ন নাথ এবং তার ছেলে সহ তিনজন মিলে দাও লাঠি দিয়ে আক্রমণ চালায়। চিৎকার চেঁচামেচিতে সাগরের মা এলাকায় দৌড়ে গেলে তাকেও মারধর করা হয়। সাগরের ভাই তাদেরকে বাঁচাতে এলাকায় গেলে তাকে লাঠি এবং দাও দিয়ে আক্রমণ করে। দাওের কোপ তার উপরে দেওয়ার চেষ্টা করলে কোন রকমে সে বেঁচে এলাকা থেকে চলে আসে। পরবর্তী সময় এলাকার পঞ্চায়েতের সদস্য আশুতোষ নাথ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উল্লেখ্য সাগর নাথ দ্বাদশ শ্রেণীকে পাঠরত এবং আজ তার পরীক্ষা ছিল। এমনভাবে আক্রমণকারীরা তার উপর আক্রমণ চালায় যে পরীক্ষার পরিবর্তে তাকে প্রাথমিকভাবে তীলথৈ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তর জেলা হাসপাতাল ধর্মনগরে পাঠানো হয়। এখন সাগর আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন। সাগরের মা জানিয়েছেন হাসপাতালে পুলিশ এসে তাদের জবানবন্দি নিয়ে গেছে। প্রতিবেশীদের মধ্যে এহেন অপ্রীতিকর ঘটনায় একটা স্তব্ধতা নেমে পড়েছে। সাগরের মা প্রশাসনের কাছে সাগরের উপর এই ধরনের আক্রমণের সুষ্ঠু বিচার দাবি করেছেন।