দুর্গাপূজায় নিরাপত্তার স্বার্থে ৬০০জন টিএসআর কর্মী, ১০০জন সিআরপিএফ কর্মী সহ ৫০০জন ত্রিপুরা পুলিশ কর্মী মোতায়েন

ধর্মনগর, ২০ অক্টোবর: দুর্গাপূজাকে সামনে রেখে এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র রাখতে উত্তর জেলা পুলিশের পক্ষ থেকে দৃঢ় পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৬০০ টি এস আর কর্মী, একশ সিআরপিএফ কর্মী, ৫০০ ত্রিপুরা পুলিশ কর্মী, তাছাড়া এনসিসি, স্কাউট গাইড এবং ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছে। শুক্রবার অর্থাৎ ষষ্ঠীর দিন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সব নিরাপত্তা কর্মীদের নিয়ে এক আলোচনা চক্র বিবিআই মাঠে সম্পন্ন করেন। 

তিনি জানিয়েছেন,  দূর্গা পূজা উপলক্ষে কয়েকটা দিন শান্তি শৃঙ্খলা সুদৃঢ় থাকে তার জন্য উত্তর জেলা পুলিশের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৬০০ টি এস আর কর্মী, একশ সিআরপিএফ কর্মী, ৫০০ ত্রিপুরা পুলিশ কর্মী, তাছাড়া এনসিসি, স্কাউট গাইড এবং ভলেন্টিয়ারদের মোতায়েন করা হয়েছে। 

এদিন তিনি আরও জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। যানবাহনে চেকিং চলছে, বিভিন্ন হোটেলে হোটেলে পুলিশের চেকিং অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে পুজোর সময় পকেটমার ইভটিজিং সহ দুষ্কৃতীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে সজাগ থাকার জন্য। প্রয়োজনে মানুষ যাতে আইন নিজেদের হাতে না নিয়ে এবং কোন সন্দেহজনক কিছু ঘটলে সাথে সাথে নিরাপত্তার সাথে যারা জড়িয়ে রয়েছে তাদেরকে খবর দিতে। কারণ দুষ্কৃতীরা চাইবে সুষ্ঠু শান্তি সম্প্রীতির পরিবেশ কে বিনষ্ট করে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করতে। তার থেকে সাধারণ মানুষকে সজাগ থাকতে পুলিশ সুপার জানান।

তাঁর কথায়,  মানুষের স্বার্থে প্রশাসনিক কর্মকর্তারা পূজার দিনগুলিতে শান্তি সংশৃঙ্খলা সম্প্রীতি এবং ঐক্যের উৎসবকে পূর্ণাঙ্গ রূপ দিতে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *