কিশনগঞ্জ, ২০ অক্টোবর (হি.স.): বিহারের আরারিয়া এলাকা থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। গ্রেফতার এক পাচারকারী । ধৃতকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠিয়েছেন বিচারক।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সিমরাহা ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ৩০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে সুনার পট্টির বাসিন্দা সাহিলা খাতুন নামে এক পাচারকারীকে। উদ্ধার হওয়া কাফ সিরাপগুলি নেপালে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীর। ধৃতকে এদিন আরারিয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে বিচারক।