আগরতলা, ১৯ অক্টোবরঃ এ বছর পশ্চিম জেলায় প্রায় সাড়ে নয় শতাধিক দুর্গাপূজার প্যান্ডেল রয়েছে। এর মধ্যে প্রায় আট শতাধিক পুজো প্যান্ডেল রয়েছে সদর এলাকায়। নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। ২০৫০ জন টিএসআর কর্মী নিয়োজিত থাকবেন নিরাপত্তার কাজে। পাশাপাশি থাকবে সাত শতাধিক পুলিশ এবং চার শতাধিক এসপিও জওয়ান। ২৫ টি নাকা পয়েন্টে ব্যবস্থা করা হয়েছে। ৬০ টি পুলিশ বুথ থাকবে এবং পুলিশের অফিসারদের একটি প্রতিনিধি দল বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে সিসি ক্যামেরা এবং সিকিউরিটি রাখার জন্য উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন। শহরের বাড়তি নিরাপত্তার জন্য ৩০ টি অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি বর্ডার এলাকায় যাতে কঠোর নজরদারি বজায় রাখা হয় তার জন্য বিএসএফকে বলা হয়েছে।
সার্বজনীন দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়েছে প্রশাসনের তরফে। আজ আনুসাঙ্গিক যাবতীয় বিষয়বস্তু নিয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সাংবাদিক সম্মেলন করেছেন। এই সাংবাদিক সম্মেলনে তিনি বিস্তারিত তুলে ধরতে গিয়ে আরও বলেন, কোন ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে।
এছাড়াও পূজোর চার দিন বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত নো এন্ট্রি থাকবে বিভিন্ন এলাকায়। রাধানগর, ভগবান ঠাকুর চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি, কামান চৌমুহনি, সেন্ট্রাল রোড, চিত্তরঞ্জন রোড, বটতলা সহ মোট ১৬ টি জায়গায় নো এন্টি বজায় থাকবে।
শারদীয়ার আনন্দে যেন কোনো প্রকার বাধা না পরে সেই জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে জনিয়েছেন তিনি। উৎসবকে শান্তিপূর্ণ পরিবেশে কাটাতে প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা বারবার খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
সার্বজনীন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তার জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখেছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন। তিনি বলেন শান্তিপূর্ণভাবে সার্বজনীন দুর্গাপূজা সম্পূর্ণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।