মুস্তাক আলী :‌ সতীশের অর্ধশতরান বিফলে ২য় ম্যাচে তামিলনাড়ুতে হোঁচট ত্রিপুরার

ত্রিপুরা-‌১২৯/‌৫

তামিলনাড়ু-‌১৩৩/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। চ্যাম্পিয়নের মেজাজেই ত্রিপুরার বিরুদ্ধে খেললো তামিলনাড়ু। অনেকটা অনায়াসেই ত্রিপুরার রানকে গেলো টপকে। এবং টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে গ্রুপের শীর্ষ স্থানে রয়েছেন ওয়াসিং সুন্দর-‌রা। সৈয়দ মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে। দেরাদুনের অভিমূণ্য ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৮ উইকেটে। ত্রিপুরার গড়া ১২৯ রানের জবাবে তামিলনাড়ু ১৯ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বৃহস্পতিবার ত্রিপুরা আরও বড় স্কোর গড়তে পারতো। যদি না দলের প্রথম তিন ব্যাটসম্যান দ্রুত প্যাভেলিয়নে না ফিরতেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরুতেই ধাক্কা কায় ত্রিপুরা। দলীয় মাত্র ১৯ রানের মধ্যে ত্রিপুরা হারায় বিক্রম কুমার দাস (‌৬), দলনায়ক ঋদ্ধিমান সাহা (‌৪) এবং সুদাপ চ্যাটার্জি (‌৫)কে। ওই অবস্থায় গনেশ সতীশের সঙ্গে সাময়িক প্রতিরোধ গড়ে তুলেন শুভম ঘোষ। ওই জুটি যোগ করেন ২৯ রান। শুভম ১৫ বল খেলে ৯ রান করে রান আউট হয়েছেন। পঞ্চম উইকেটে সতীশের সঙ্গে কড়া প্রতিরোধ গড়ে তুলেন রজত দে। শুরু হয় পাল্টা আক্রমণ। ম্যাচের শেষ বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেন রজত। ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করেন। সতীশ ৫৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া রজত ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন।‌‌‌ তামিলনাড়ুর পক্ষে বরুন ১৬ রানে এবং কুলদীপ সেন ২৮ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে তামিলনাড়ু ১৬.‌৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দ্বিতীয় উইকেটে সি হরি নিশান্ত এবং বি সাই সুদর্শন ৮০ বল খেলে ১০২ রান যোগ করে তামিলনাড়ুর জয় নিশ্চিত করে দেন। নিশান্ত ৪৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। এরপর তৃতীয় উইকেটে সুদর্শনের সঙ্গে ইমপেক্ট ক্রিকেটার শারুখ খান জুটি বেঁধে তামিলনাড়ুকে জয় এনে দেন। তামিলনাড়ু ১৬.‌৫ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। সুদর্শন ৪৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে এবং শারুখ ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে রজত দে ১৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। ২১ অক্টোবর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।  ‌