ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নল্লু

নয়াদিল্লি, ১৮ অক্টোবর : ত্রিপুরার নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। তিনি রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু আজ তাঁকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছেন। এদিকে, রঘুবর দাস ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন।