লোকসভা নির্বাচনে অসমের সব আসনে প্রার্থী দেবে কংগ্ৰেস, ঘোষণা প্রদেশ সভাপতি ভূপেনের বিরোধী আইএনডিআইএ জোট শিবিরে হাহাকার! বিশ্বাসঘাতক আখ্যা অখিল-রিপুনদের

লখিমপুর (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে কোনও দলের সঙ্গে সমঝোতা করবেন না, কোনও ভাগবাটোয়ারা নয়, অসমের ১৪টি আসনের ১৪টিতেই প্ৰাৰ্থী দেবে নিখিল ভারত জাতীয় কংগ্ৰেস৷ আজ বৃহস্পতিবার লখিমপুরে ঘোষণা করে দলের অবস্থান স্পষ্ট করেছেন অসম প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি ভূপেন বরা৷
তাঁর ঘোষণা চাউর হতেই গৰ্জে উঠেছেন নবগঠিত বিরোধী আইএনডিআইএ–এর অন্তর্ভুক্ত অসম ভিত্তিক জোটশরিকরা। ইতিমধ্যে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন ‘রাইজর দল’-এর সভাপতি তথা শিবসাগরের বিধায়ক বামনেতা অখিল গগৈ, তৃণমূল কংগ্রেসের অসম প্রদেশ সভাপতি রিপুন বরা প্রমুখ।

ভূপেন বরা বলেন, ‘আমরা ১৪টি আসনেই খেলব৷ এতে কোনও সন্দেহ নেই৷ কোনও আসন কাউকে ছাড়া হবে না।’ সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে ভূপেন বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী দলের প্রতি আনুগত্য এবং আস্থাভাজনদের বাছাই করে টিকিট দেওয়া হবে। প্রয়োজনে নারকো টেস্ট করা হবে।’
প্ৰসঙ্গত, ২০২৪-এর লোকসভা নিৰ্বাচনে কেন্দ্র ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে উৎখাত করতে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্ৰেসের নেতৃত্বে গঠন হয়েছে আইএনডিআইএ অ্যালায়েন্স৷ আইএনডিআইএ অ্যালায়েন্স-এর অধীনে অসমে আঞ্চলিক ভিত্তিতে কংগ্ৰেস পৃথকভাবে মিত্ৰশক্তি গঠন করেছিল৷ এই মিত্ৰশক্তিতে কংগ্ৰেসের সঙ্গে জোট বাঁধে রাইজর দল, তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, সিপিআই (এমএল), অসম জাতীয় পরিষদ, আঞ্চলিক গণ মোৰ্চা প্রভৃতি দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *