আগরতলা, ১৯ অক্টোবর : শারদীয় দূর্গোৎসব সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব। আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে জাতি-জনজাতি সকল অংশের মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
আজ মহা পঞ্চমীর দিনে শারদোৎসব উপলক্ষে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এনআইটি সংলগ্ন শংকর বাজারে বুথ নং- ২৯/৩০/৩১ ও ৩২ এর জাতি-জনজাতি উভয় অংশের মহিলাদের মধ্যে ৩২০টি শাড়ী ও পাছড়া বিতরণ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া, বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের হাতে নতুন বস্ত্র তোলে দিয়ে তিনি তাদের সকলকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অপেক্ষাকৃত সমাজের দুর্বল অংশের মানুষও যাতে এই কটা দিন পূজোর আনন্দে শামিল হতে পারেন তার জন্যই প্রতিবছরের মত এবারও বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন মজলিশপুরের বিধায়ক।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিগত বছরগুলোতেও শারদোৎসবের মৌসুমে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছিলেন তিনি। সেটি এ বছর আরও ব্যাপক আকারে করা হয়েছে। তাঁর মতে, পুজো সবার। তাই প্রত্যেকেই যাতে এ চারদিন আনন্দে কাটাতে পারেন, তার জন্যই এ আয়োজনে সামিল হয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্রের মায়েদের, বোনেদের মুখে হাসি ফোটাতেই বস্ত্র বিতরণ করা হচ্ছে।

