ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। গ্রুপ লীগে ত্রিপুরার মেয়েদের এবারের মতো পঞ্চম স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ইন্দোর থেকে ত্রিপুরার মেয়েরা মহিলাদের অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে খেলে ঘরে ফিরে এসেছে। গ্রুপ লীগে পাঁচ ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছিল। সেটি নাগাল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানের ব্যবধানে। বাকি চারটিতে ত্রিপুরা দলকে হারতে হয়েছে। আগামী কুড়ি অক্টোবর থেকে শুরু হবে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা। প্রথম প্রি-কোয়াটার ফাইনালে হরিয়ানা খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। একই দিনে আরও তিনটি ম্যাচে মুম্বাই বনাম কর্ণাটক, বরোদা বনাম পাঞ্জাব এবং ঝাড়খণ্ড বনাম তামিলনাড়ুর ম্যাচ। চারটি প্রি-কোয়ার্টার ফাইনালে বিজয়ী ৪ দল শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে উন্নীত চারটি দল হলো মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং অন্ধপ্রদেশ।
2023-10-18