‘অপারেশন অজয়’-এর জয়জয়কার; ইজরায়েল থেকে উড়ে এল পঞ্চম বিমান, ফিরলেন ২৮৬ জন

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): ‘অপারেশন অজয়’-এর অধীনে ইজরায়েল থেকে পঞ্চম উড়ানটি ১৮ জন নেপালি নাগরিক-সহ মোট ২৮৬ জন যাত্রী নিয়ে ফিরে এসেছে। মঙ্গলবার রাতে নতুন দিল্লি এসে পৌঁছয় পঞ্চম বিমানটি, এক্স মাধ্যমে এমনটাই জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নেপালি নাগরিক-সহ মোট ২৮৬ জন যাত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।

ইজরায়েল থেকে ফিরে আসা রমেশ নামে এক ভারতীয় নাগরিক বলেছেন, “আমরা ইজরায়েল থেকে ফিরে এসেছি। ভারতীয় দূতাবাসের দেওয়া সুযোগ-সুবিধা খুবই ভালো ছিল। আমরা ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে অনেক সাহায্য পেয়েছি।” অম্বিকা নামে এক নেপালি নাগরিক বলেছেন, “ইজরায়েলের পরিস্থিতি ভয়ানক। আমরা ভয় পেয়েছিলাম, সেখানে বিস্ফোরণ হচ্ছে। আমাদের ফিরিয়ে আনার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই। বেশ কিছু নেপালি নাগরিক এখনও ইজরায়েলে আটকে রয়েছেন।”