ধর্মনগরে পূজার প্রস্তুতি তুঙ্গে, আপনজন ক্লাবেও চলছে শেষ তুলির টান

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ অক্টোবর : আর মাত্র হাতে গোনা দুদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার। শেষ মুহূর্তের প্রস্তুতে ব্যস্ত সবাই। সকলের সঙ্গে তাল মিলিয়ে  উত্তর জেলাও পিছিয়ে নেই । উত্তর জেলাবাসীও আনন্দে মাতোয়ারা। উত্তর জেলার ধর্মনগরের ছোট- বড় বাজেটের পুজো প্যান্ডেলগুলিও তাদের শেষ রূপ সম্ভারে সজ্জিত হয়ে উঠছে । ধর্মনগরের এমনই এক বড় বাজেটের পূজা  হল চন্দ্রপুর  আপনজন ক্লাব। প্রতি বছরের ন্যায় এ বছরও তারা শারদীয়া মায়ের আরাধনায় ব্রতি হয়েছে। প্রায় একমাস আগে থেকেই তারা তাদের প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করে দিয়েছে । এক সাক্ষাৎকারে পূজা কমিটির সভাপতি নবেন্দু দত্ত (টিটু) জানিয়েছেন তাদের পূজা ৫৭ বৎসরে পা দিয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী পূজা। তাঁতের কুটিরে মায়ের আগমনী থিম নিয়ে তাদের এবারের এই পূজা প্যান্ডেল । প্যান্ডেল নির্মাণে রয়েছেন নবদ্বীপের কলাকৌশলী। প্রতিমা তৈরি করেছেন স্থানীয় শিল্পী । আলোকসজ্জায় রয়েছেন ধর্মনগরের সুনামধন্য স্থানীয় শিল্পী ।এ বছরের তাদের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। এ বছরের পূজায় তাদের আকর্ষণ হল মহিলাদের দ্বারা যাবতীয় কার্যক্রম সংগঠিত করা। মহালয়া থেকে  সর্বক্ষেত্রেই  মহিলারা স্ব উদ্যোগে সমস্ত কার্য সম্পাদন করে যাচ্ছেন ।এবারে তাদের পূজা প্যান্ডেলের সর্বত্রই বড় বড় ব্যানারে পরিবেশিত হবে বেটি বাঁচাও বেটি পড়াও, রক্তদান মহৎ দান ,বনসৃজন ও সবুজায়ন ,স্বচ্ছ ভারত নির্মাণের অঙ্গীকারের মত সচেতনতামূলক বার্তা। সভাপতি আরো জানান ষষ্ঠীতে দরিদ্র শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে । এছাড়াও মহাঅষ্টমীতে থাকবে মহাপ্রসাদ বিতরণ। পূজা কমিটির যুগ্ম সম্পাদক হলেন রাহুল পাল এবং দ্বীপ শর্মা, কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সৌমিত্র বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *