রাহুল গান্ধী একজন ‘অশিক্ষিত অসার ব্যক্তি’, ‘বংশবাদ রাজনীতি’ সম্পর্কিত এক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন হিমন্তবিশ্ব

রাহুল মনে করেন বিসিসিআই বিজেপির একটি শাখা

গুয়াহাটি১৮ অক্টোবর (হি.স.) : রাহুল গান্ধীকে একজন ‘অশিক্ষিত অসার ব্যক্তি’ বলে কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ‘বংশবাদ রাজনীতি’ সম্পর্কিত রাহুল গান্ধীর এক মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক ড. শর্মা।

হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘অমিত শাহের ছেলে বিজেপির কেউ নন, তিনি রাজনীতির বাইরে। অথচ তাঁর (রাহুল) গোটা পরিবার কংগ্রেসি, কেবল কংগ্রেসিই নয়, বংশ পরম্পরায় কংগ্রেসের শীর্ষ পদ আঁকড়ে আছেন রাহুলরা। তিনি নিজে, তাঁর বাবা, মা, ঠাকুরমা, দাদু, বোন, ভগ্নিপতি সকলেই কংগ্রেসি। এ সব যদি জেনেও না-জানার ভান করেন, বা অস্বীকার করেন, তা-হলে বলতে হবে তিনি (রাহুল) একজন অশিক্ষিত জ্ঞানশূন্য অসার ব্যক্তি।’

তিনি বলেন, ‘বংশবাদী রাজনীতির কথা বলার আগে রাহুল গান্ধীকে আগে এর অর্থ জানতে হবে। যদি একটি পরিবারের প্রত্যেকেই রাজনীতিতে থাকে এবং একটি দলকে নিয়ন্ত্রণ করে, সেখানে তিনি তো তাঁর মতোই দেখতে পাবেন। একজন অশিক্ষিত অসার ব্যক্তির কাছে আর কী আশা করা যেতে পারে? হিমন্তবিশ্ব বলেন, রাহুল গান্ধী এতটাই জ্ঞানশূন্য ব্যক্তি যে তিনি মনে করেন বিসিসিআই বিজেপির একটি শাখা।’

মূলত গতকাল মিজোরামের আইজলে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বংশবাদী রাজনীতি নিয়ে ভারতীয় জনতা পার্টির নিন্দা করত গিয়ে দলের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঠুকতে গিয়ে তাঁর ছেলের প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। রাজবংশের রাজনীতি নিয়ে বিজেপি কংগ্রেসকে নিশানা করে, এ সম্পৰ্কে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিত শাহ, রাজনাথ সিং, অনুরাগ ঠাকুরের প্রসঙ্গ টেনে আনেন রাহুল। তিনি বলেছিলেন, ‘অমিত শাহের ছেলে কী, তিনি কী করেন? রাজনাথ সিংয়ের ছেলে কী করেন? শুনেছি, অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। দয়া করে আপনারা (সাংবাদিক) বিজেপির দিকে একটু তাকান। অনুরাগ ঠাকুরের মতো তাঁদের অনেক সন্তানই রাজবংশীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *