সারা দেশের সাথে “স্বচ্ছতাই সেবা অভিযান”স্বতঃস্ফূর্তভাবে পালিত করেছে নীতি আয়োগ

নয়াদিল্লি, ১৮ অক্টোবর:  ২রা অক্টোবর ২০২৩ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং জল শক্তি মন্ত্রকের পানীয় জল ও স্বাস্থ্য বিধান বিভাগ অন্যান্য মন্ত্রকের সহযোগিতায় স্বচ্ছ ভারত মিশনের ৯ বছর উদযাপনকে কেন্দ্র করে সারা দেশকে নির্মল ও আবর্জনা মুক্ত করার জন্যে ১৫ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত “স্বচ্ছতাই সেবা অভিযান” অনুষ্ঠিত করেছে।

এই অভিযানে নীতি আয়োগও অংশগ্রহণ করেছে এবং দপ্তরের তরফে গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে এই পদক্ষেপগুলোর মধ্যে অনেক উল্লেখযোগ্য কার্যক্রম নেওয়া হয়েছিল। ২০ সেপ্টেম্বর ঊর্ধ্বতন আধিকারিকরা নীতি আয়োগের রেকর্ড রুমের পর্যবেক্ষণ করতে গিয়ে বিশেষ নথিপত্রের পর্যালোচনা করেন, অপ্রয়োজনীয় সামগ্রী দূর করার ব্যবস্থা করেন তেমনি পুরনো রেকর্ড গুলোর আধুনিকীকরণ এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

পাশাপশি,  নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ২রা  অক্টোবর স্বচ্ছ ভারত দিবসকে সম্মান জানিয়ে নীতি আয়োগ এর কর্মীরা সবাই মিলে  স্বচ্ছতার শপথ গ্রহণ করেন। মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুমন কে. বেরির নেতৃত্বে নীতি আয়োগ এর সদস্য শ্রী ভি.কে সারস্বত, এবং মুখ্য কার্যকরী আধিকারিক শ্রী বি ভি আর সুব্রামানিয়াম নীতি আয়োগের বহি: প্রাঙ্গণের পরিছন্নতা অভিযান পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *