নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর : অসাধু ব্যবসায়ীদের কারণে অনিয়মে ছেয়ে গেছে রাজ্যের বাজার। বুধবার সকালে খাদ্য দপ্তরের একটি প্রতিনিধি দল প্রতাপগড় এলাকায় অভিযান চালায়। সেখানে একটি রেশন দোকানের মধ্যে সমস্ত ব্যবস্থাপনা সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখেন প্রশাসনিক প্রতিনিধি দল। পাশাপাশি গ্রাহকদের সঠিকভাবে রেশন সামগ্রী মিলছে কিনা সে বিষয়টাও যাচাই করেন প্রতিনিধি দল। পরবর্তী সময় আইজিএম চৌমুহনী এলাকায় বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে ডোমেস্টিক সিলিন্ডার আটক করে প্রতিনিধি দলটি। পরবর্তী সময়ে এ বিষয়ে এক আধিকারিক জানান, দূর্গাপূজাকে সামনে রেখে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। বেশ কয়েকটি ডোমেস্টিক সিলিন্ডার আটক করা হয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট থেকে। যারা বেআইনিভাবে সিলেন্ডারগুলি ব্যবহার করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আধিকারিক। প্রতিনিধি দলের আধিকারিকরা আরো জানিয়েছেন, মঙ্গলবার বিটার বন এলাকায় গিয়ে একটি রেশন শপের মধ্যে চাল এবং আটার ব্যাপক গড়মিল পাওয়া যায়। সাথে সাথে সেই রেশন শপটি বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি। এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া আধিকারিক।